বিজ্ঞাপন

এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে ফখরুলের শোক

May 2, 2024 | 6:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের প্রখ্যাত আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার ব্যক্তিগত আইনজীবী এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সাবেক অ্যাটর্নি জেনারেল ও দেশের বিশিষ্ট আইনজীবি এ জে মোহাম্মদ আলী আইন পেশায় যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আইন অঙ্গনের এক খ্যাতনামা ব্যক্তিত্ব ছিলেন এ জে মোহাম্মদ আলী। আইন পেশায় গৌরবৌজ্জল ভূমিকার জন্য তিনি তার সহকর্মী আইনজীবীদের নিকট ছিলেন এক উজ্জ্বল আদর্শ। বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন।’

আরও পড়ুন: সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

                        এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অন্যায়, অবিচার, অনাচার ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভিক ও উচ্চকন্ঠে প্রতিবাদ জানাতে কখনও কুন্ঠিত হননি। তার আইন পেশার ব্রত ছিল মানবসেবা। এ জে মোহাম্মদ আলী একজন সৎ, সজ্জন, আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল মানুষ হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। দেশের বর্তমান দুঃসময়ে তার মতো একজন প্রাজ্ঞ, নীতিবান ও সাহসী আইনজ্ঞের ইহধাম ত্যাগ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।’

মির্জা ফখরুল বলেন, ‘একজন অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ আইনজীবী হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তার মৃত্যুতে আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে, আমিও গভীরভাবে শোকাহত।’

বিবৃতিতে এ জে মোহাম্মদ আলীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন এ জে মোহাম্মদ আলী।

সারাবাংলা/এজেড/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন