বিজ্ঞাপন

একবার হলেও আর্জেন্টিনায় ফিরতে চান মেসি

May 28, 2018 | 5:46 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয় তাকে। জাতীয় দলের হয় বিশ্বকাপ জেতা ছাড়া তেমন কিছুই হয়তো চাওয়ার নেই তার। ১৩ বছর বয়সে ক্লাব বার্সেলোনায় আসা আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি এবার জানালেন, ইউরোপে আর কোনো ক্লাবে খেলবেন না, তবে একবারের জন্য হলেও ফিরে যেতে চান শৈশবের ক্লাবে।

মেসির শৈশব কেটেছে আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে। সাত বছর বয়স থেকেই খেলেছিলেন দেশের এই ক্লাবে। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানোর আগ পর্যন্ত খেলেছেন সেখানেই। জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাও দেখেছেন সেখান থেকেই। আর স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এসে নিজের নামটা লিখে নিয়েছিলেন বিশ্বসেরাদের তালিকায়। তাই ক্লাব বার্সেলোনা ছাড়া ইউরোপে আর কোনো ক্লাবে যেতে চান না এই আর্জেন্টাইন, ‘আমি বারবার বলেছি ইউরোপে বার্সেলোনাই আমার একমাত্র বাড়ি।’

তবে যেখান থেকে তারকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই ক্লাবের (নিওয়েলস) হয়েই কিছু করতে চান মেসি, ‘আমি কিছুদিন আর্জেন্টিনায় খেলতে চাই। আমি জানিনা হবে কিনা, তবে সেটা মাথায় রেখেছি। যদি সেটাই হয়, তাহলে নিওয়েলস ওল্ড বয়েজে হবে, আর কোথাও না। সেখানে অন্তত ৬ মাস হলেও খেলতে চাই, কিন্তু সামনে কি হবে সেটা এখনই বলা যাবে না।’

বিজ্ঞাপন

নিজের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে তিনবার বিশ্বকাপ খেলেও শিরোপা জেতা হয়নি মেসির। শেষবার জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয়েই ফিরতে হয়েছিল। তাই এবার রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের প্রস্তুতি নিয়েই মাঠে নামবেন তিনি।

আর্জেন্টাইন এই অধিনায়ক (মেসি) অবশ্য চাইলেই স্পেনের হয়ে খেলে বিশ্বকাপ জিততে পারতেন, কিন্তু সেটা কখনোই চাননি। উদাহরণ হিসেবে মেসি বললেন, ‘একদিন আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে বলছে: দেখো, তুমি যদি স্পেনে খেলতে, তবে তুমি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারতে।’ মেসি অবশ্য ভিন্নটাই ভাবলেন, ‘বিশ্বকাপটা সেভাবে জিতলে পরিস্থিতি এমন থাকতো না। আসলে এটা কখনোই মাথায় আসেনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতাটা অসাধারণ।’

আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’ তে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন