বিজ্ঞাপন

‘গভীর সংকটে পতিত হয়েছে মা-মাটি ও মানুষ’

May 3, 2024 | 7:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদদে গত ৭ জানুয়ারি গণবর্জিত ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈরশাসন। ফলে এক গভীর সংকটে পতিত হয়েছে মা-মাটি-মানুষ।

বিজ্ঞাপন

শুক্রবার (০৩ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের দোসররা ব্যতিত প্রতিটি মানুষ আজ ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে। বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধ ধ্বংস করছে। তাবেদার শেখ হাসিনার স্বেচ্ছাতন্ত্রের মূল উপাদান হচ্ছে সরকারের সর্বগ্রাসী দুর্নীতি, লুটপাট, টাকা পাচার আর সর্বক্ষেত্রে অনিয়ম অনাচার।’

তিনি বলেন, ‘স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন। রাষ্ট্রীয় অন্যায় ও অবিচারের জবাব দিত জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সেটি আজ মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনি ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। বাংলাদেশে নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে রীতিমতো হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনও তামাশায় পরিণত করা হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে বিএনপি সকলকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন সর্বাত্মক বর্জনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরতন্ত্র, ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। দস্যুদলের কাছে যেমন সাধারণ মানুষের সম্পদ নিরাপদ নয়, তেমনি ভোটডাকাত সরকারের মানুষের ভোটাধিকার নিরাপদ নয়।’

সারাবাংলা/এজেড/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন