বিজ্ঞাপন

ঘন কুয়াশায় ফ্লাইট, ফেরি চলাচলে বিঘ্ন

December 20, 2017 | 11:20 am

ঢাকা: ঘন কুয়াশার কারণে বুধবার সকালে অনেকটা অচল হয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট অপারেশন। একই সাথে অচল থাকে মাওয়া ও পাটুরিয়ার ফেরি চলাচল।

বিজ্ঞাপন

সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও অন্তত চারটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় নামানো হয়েছে বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। থাই এয়ারওয়েজ, সৌদি এয়ার ও গাল্ফ এয়ারের এ চারটি ফ্লাইট পরে ঢাকার উদ্দেশ্যে ফিরবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকেই শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।

কর্তৃপক্ষ আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে অন্তত ১১টি ফ্লাইট ডিলে হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ওদিকে ঘন কুয়াশার কারণে মধ্য রাত থেকে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওড়াকান্দি উভয় রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে ফের চালু হয়েছে। এতে উভয় রুটের দুই পাশে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন