বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গকে পাস কাটিয়ে তিস্তা ইস্যুতে কিছু করা হবে না : ভারত

May 28, 2018 | 10:29 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: তিস্তার পানিবন্টন চুক্তি পশ্চিমবঙ্গকে পাস কাটিয়ে হবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত চার বছরে ভারত সরকারের পররাষ্ট্র নীতির সাফল্য নিয়ে নয়া দিল্লিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সোমবার (২৮ মে) তিনি একথা বলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘তিস্তার পানি বাংলাদেশকে দিলে পশ্চিমবঙ্গের কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে। তাই গত বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিস্তার বদলে তোরসা নদীর পানি বন্টনের জন্য বিকল্প প্রস্তাব দিয়েছেন। হাইড্রোলজি বিশেষজ্ঞরা প্রস্তাবটির বাস্তবতা যাচাই করছে। বিশেষজ্ঞরা এখনো তাদের প্রতিবেদন দাখিল করেনি।’

আরও পড়ুন : মেয়াদে তিস্তার মীমাংসা হচ্ছে না

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ‘তিস্তার পানি বন্টন বা এই বিষয়ে পশ্চিমবঙ্গকে পাস কাটিয়ে ভারত সরকার কিছুই করবে না। কেন না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এই বিষয়ে আগ্রহ রয়েছে।’

এ দিকে, গত ২৫ ও ২৬ মে প্রধানমন্ত্রী ভারতের পশ্চিমববঙ্গে দুদিনের সফর করেন। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শান্তিনিকেতনের মঞ্চে গত শুক্রবার (২৫ মে) ৪ ঘণ্টা একসঙ্গে ছিলেন। এই সময়ে দুই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাদের ভাষণে বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত ইস্যুর অন্যতম আলোচিত বিষয় তিস্তা নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘তিস্তা’ শব্দ উচ্চারণ না করলেও কূটনৈতিক ভাষায় জানিয়ে দেন যে তিস্তার সমাধান ভারতকেই করতে হবে।

বিজ্ঞাপন

স্থল সীমান্ত সমস্যার সমাধানের কথা উল্লেখ করে ওই সময় (২৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দুদেশ অনেক অমীমাংসিত ইস্যুর সমাধান করেছি। আমাদের মধ্যে এখনো অনেক অমীমাংসিত ইস্যু রয়ে গেছে কিন্তু আমি এই মুহূর্তে সেগুলো তুলে এই সুন্দর অনুষ্ঠানটির নান্দনিকতা নষ্ট করতে চাই না।’

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন