বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের

May 11, 2024 | 10:24 am

স্পোর্টস ডেস্ক

ক্লাবের পক্ষ থেকে ঘোষণাটা এসেছিল আগেই। এই মৌসুম শেষেই পিএসজিকে বিদায় বলছেন কিলিয়ান এমবাপে, নিশ্চিত করেছিল ফ্রান্সের ক্লাবটি। এবার আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ের ঘোষণা দিলেন এমবাপে নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী এক ভিডিওবার্তায় এমবাপে জানিয়েছেন, পিএসজির জার্সি গায়ে আগামী মৌসুমে আর দেখা যাবে না তাকে।

বিজ্ঞাপন

বেশ কয়েক মৌসুম ধরেই এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন চলেছে। তবে প্রতিবারই এখানে থেকে গেছেন তিনি। এই মৌসুমের মাঝপথে পিএসজি থেকে নিশ্চিত করা হয়েছিল, পিএসজির হয়ে আগামী মৌসুমে আর দেখা যাবে না এমবাপেকে। নিজের শেষ মৌসুমেও অধরা চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার।

ইন্সটাগ্রামে দেওয়া এক ভিডিওতে সমর্থকদের বিদায় বলেছেন এমবাপে, ‘আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি সবসময়ই বলেছি সময় আসলে আমি নিজেই সবকিছু জানাবো। আমি জানাতে চাই পিএসজির হয়ে এটিই আমার শেষ মৌসুম। আমি আমার চুক্তি আর বাড়াচ্ছি না। ঘরের মাঠে আগামী রবিবারই ক্লাবের হয়ে আমার শেষ ম্যাচ। ব্যাপারটা আমার কাছে অনেক আবেগের। ফ্রাঞ্চের সবচেয়ে বড় ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরেও গর্ব হয় আমার। এখানে যা শিখেছি সেটা আজীবন আমার সাথে থাকবে।’

বিদায়বেলায় সতীর্থ, কোচসহ ক্লাবের সবাইকে ধন্যবাদ জানালেন এমবাপে, ‘অনেক কিছুই হয়েছে গত কয়েক মৌসুমে। মিডিয়াতে অনেক কিছুই শোনা গেছে। আমি শুধু বলতে চাই ক্লাব দক্ষ মানুষদের হাতে আছে। ছেড়ে যাওয়াটা সবসময়ই কষ্টের। আমি কখনোই ভাবিনি নিজের দেশ ও ক্লাব ছেড়ে চলে যাবো। তবে সাত বছর পর নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রত্যয়ী। এই ক্লাব আজীবন আমার স্মৃতিতে থাকবে।’

বিজ্ঞাপন

পিএসজির হয়ে নিজের শেষটা লিগের ট্রফি জিতেই করতে চান এমবাপে, ‘আশা করছি ট্রফি জিতেই বিদায় বলব। দারুণ কিছু স্মৃতি থেকে যাবে আমার মনে। আশা করি আপনাদের মনেও আমি থাকব। সবাইকে বিদায়।’

পিএসজিকে বিদায় বললেও শেষ পর্যন্ত এমবাপে কোন ক্লাবে যাবেন, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন