বিজ্ঞাপন

হায়দার আকবর খান রনোর মৃত্যুতে ফখরুলের শোক

May 11, 2024 | 5:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রখ্যাত মাক্সর্সিষ্ট, তাত্ত্বিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘হায়দার আকবর খান রনোর মৃত্যু সংবাদে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। মাক্সর্বাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন ত্যাগী ও সত্যিকারের একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি দেশমাতৃকার স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পৃথিবী থেকে তার এই চির বিদায়ে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হল।’

তিনি বলেন, ‘হায়দার আকবর খান রনো ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে স্বৈরশাহীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আমৃত্যু এই গুণী রাজনীতিবিদ গণমানুষের মুক্তির পক্ষে নিরন্তর সংগ্রাম করে গেছেন। বর্তমান এই দুঃসময়ে তার মতো রাজনীতিকের মৃত্যু নিঃসন্দেহে গভীর দুঃখের ও বেদনার। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

বিজ্ঞাপন

আরও পড়ুন:

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনো মারা গেছেন
সোমবার বাবা-মায়ের কবরের পাশে শায়িত হবেন হায়দার আকবর খান রনো

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন