বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের চবি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ

May 13, 2024 | 7:05 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: মোটরসাইকেল নিয়ে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) থেকেই এ নির্দেশ কার্যকর হয়েছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত কিছু মোটরসাইকেল আরোহী বিনা অনুমতিতে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে। ট্রাফিক আইন অমান্য করে এসব মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ অবস্থায় প্রক্টর অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, চবি সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া বহিরাগতদের মোটর সাইকেল ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত অমান্যকারীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সহায়তায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানতে চাইলে চবি প্রক্টর মোহাম্মদ অহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘মোটর সাইকেলের কারণে ক্যাম্পাসে নানা দুর্ঘটনা ঘটছে। এজন্য বহিরাগতদের মোটর সাইকেল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত আমরা নিয়েছি। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্যই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি৷ তবে মোটরসাইকেল ছাড়া কারও ক্যাম্পাসে প্রবেশ করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন