বিজ্ঞাপন

লিটনকে স্কোয়াডে রাখার কারণ জানালেন শান্ত

May 15, 2024 | 6:29 pm

স্পোর্টস ডেস্ক

গত কয়েক সিরিজ ধরে ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না তার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে সুযোগ পেয়েও কিছু করতে পারেননি লিটন দাস। শেষ দুই ম্যাচে তাই একাদশ থেকে বাদও পড়েছিলেন এই ওপেনার। অনেকেই ধারণা করেছিলেন বিশ্বকাপের স্কোয়াডেও হয়তো জায়গা হবে না তার। তবে শেষ পর্যন্ত ঘোষিত ১৫ জনের স্কোয়াডে আছেন লিটনও। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, অভিজ্ঞতার কারণেই স্কোয়াডে রাখা হয়েছে লিটনকে।

বিজ্ঞাপন

স্কোয়াডে তিন ওপেনার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। তরুণ তানজিদ তামিম ও সৌম্য সরকারের সাথে আছেন অভিজ্ঞ লিটনও। শান্ত বলছেন, ফর্ম ভালো না থাকলেও লিটনের অভিজ্ঞতাতেই ভরসা রাখছে দল, ‘লিটন আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যদিও কয়েকটা সিরিজে তার সময়টা ভালো যায়নি। এমনটা হতেই পারে। শেষ মুহূর্তে আমরা চাইনি নতুন একজন দলে আসুক। এরকম বড় টুর্নামেন্টের আগে সেটা তার জন্য কঠিন হতো। এজন্য আমরা লিটনের অভিজ্ঞতাকেই মূল্য দিয়েছি। আশা করি লিটন বিশ্বকাপে ভালো করবে।’

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল বলেই জানান শান্ত, ‘আমরা আরও আগে থেকেই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করেছি। আমাদের চেষ্টা ছিল বেশি প্রস্তুত হয়ে বিশ্বকাপে যাওয়া। আমরা সাম্প্রতিক সিরিজগুলো থেকে আত্মবিশ্বাস নিতে চাই।’

লিটনের স্কোয়াডে থাকার মতো খানিকটা চমক ছিল মোহাম্মদ সাইফউদ্দিনের না থাকা। সাইফউদ্দিনের বদলে তানজিম সাকিবকে নেওয়ার ব্যাখ্যাও দিলেন শান্ত, ‘সাকিবের বলের পেস সাইফউদ্দিনের চেয়ে বেশি। সাইফউদ্দিন থেকে আমরা যে আশাটা করেছিলাম সেখানে একটু কমবেশি হয়েছে। দুইজনই খুব ক্লোজ ছিল। সাকিবের উপরে আমাদের আত্মবিশ্বাসটা একটু বেশি ছিল সবকিছু মিলিয়ে। সবকিছু মিলিয়ে সাকিবই বেটার অপশন। আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্বাস সাকিব ভালো কিছু করতে পারবে।’

বিজ্ঞাপন

আজ রাতে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা। দুপুরে মিরপুরে বিশ্বকাপের জন্য অফিশিয়াল ফটোসেশনও করেছে বাংলাদেশ দল।

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন