বিজ্ঞাপন

ভুয়া জন্ম নিবন্ধনের কারবারে ফটোকপি দোকানের কর্মচারী

May 15, 2024 | 8:46 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ভুয়া জন্ম নিবন্ধন তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) বিকেলে নগরীর আগ্রাবাদ ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন— মো. সাগর (২৪) ও রেজাউল করিম (২৫)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ সারাবাংলাকে বলেন, এরা একটি চক্র। তারা ওয়ার্ড কাউন্সিলর ও জন্মনিবন্ধন সহকারীর সিল নকল করে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করতেন। এরপর জাতীয়তা সনদ ও পাসপোর্ট করতে এসব ভুয়া জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতেন। একেকটি ভুয়া জন্ম সনদ করতে তারা পাঁচ থেকে ১০ হাজার, আবার জরুরি হলে ৫০ হাজার টাকাও মানুষদের কাছ থেকে হাতিয়ে নিতেন।

ওসি কায়সার হামিদ জানান, মঙ্গলবার দুপুরে সাগর ২৫ নম্বর রামপুরা ওয়ার্ড কার্যালয়ে একটি জাতীয়তা সনদ আনতে যান। তিনি তার জন্ম নিবন্ধন সনদ কাউন্সিলর কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তাদের দেখান। সন্দেহ হওয়ায় কর্মকর্তারা সেটি যাচাই-বাছাই করে ভুয়া দেখতে পান।

বিজ্ঞাপন

জন্ম নিবন্ধন সনদটিতে কাউন্সিলরের সই ছিল স্ক্যান করা ছিল। জম্ম নিবন্ধনের যে নম্বর ছিল, সেটি তাদের তথ্য ভাণ্ডারে ছিল না। পরে কাউন্সিলর অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে থানায় নেয়। পরে সাগরের দেওয়া তথ্যে আগ্রাবাদ এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল আগ্রাবাদ এলাকায় একটি ফটোকপির দোকানে চাকরি করেন বলে আমাদের জানিয়েছেন। ওখানে সাধারণ মানুষ অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে গেলে তাদের ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর ও জন্মনিবন্ধন সহকারীর সিল ও সই জাল করে ভুয়া জন্ম সনদ তৈরি করে দেওয়া হতো।’

‘গ্রেফতার সাগর ও রেজাউল নিজেদের কখনো কাউন্সিলর কার্যালয়ের কর্মচারী, কখনো পাসপোর্ট অফিসের কর্মচারী পরিচয় দিতেন। গ্রেফতারের সময় রেজাউলের কাছ থেকে একটি ভুয়া জন্ম নিবন্ধন সনদ, তিনটি আবেদন ফরম, কাউন্সিলর আবদুস সবুর লিটন ও জন্ম নিবন্ধন সহকারী সুমন গুপ্তের নাম সম্বলিত ছয়টি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়,’— বলেন ওসি কায়সার।

বিজ্ঞাপন

এ ঘটনায় ওয়ার্ড সচিব বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইসি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন