বিজ্ঞাপন

আগামী মৌসুমেই সিটিকে বিদায় বলবেন ‘ক্লান্ত’ গার্দিওলা?

May 20, 2024 | 9:37 am

স্পোর্টস ডেস্ক

কোচিং ক্যারিয়ারে যেখানেই গিয়েছেন, সেখানেই সাফল্য ধরা দিয়েছে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে পাওয়া অবিশ্বাস্য সাফল্যের পর পেপ গার্দিওলা এসেছিলেন ইংল্যান্ড জয় করতে। ম্যানচেস্টার সিটির হয়ে শুধু জয়ই করেননি, গত কয়েক মৌসুমে সিটিকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে রেকর্ড টানা চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে সিটি। শিরোপা জয়ের পর গার্দিওলা জানিয়েছেন, একের পর এক সাফল্যে তিনি এখন বেশ ক্লান্ত। আগামী মৌসুমেই তাই আসতে পারে সিটি ছাড়ার ঘোষণা!

বিজ্ঞাপন

সিটির হয়ে ৮ বছরে গার্দিওলা জিতেছেন ১৫টি বড় ট্রফি। তার অধীনেই সিটি জিতেছে বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগ। শেষ ৭ মৌসুমে ৬বারই লিগ শিরোপা ঘরে তুলেছে সিটি। প্রিমিয়ার লিগের দেড়শ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চতুর্থ শিরোপা জেতার রেকর্ডও গড়েছে সিটি। আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে এফএ কাপের ফাইনালে হারাতে পারলে আরেকটি শিরোপার স্বাদ পাবে সিটি।

সিটির সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে গার্দিওলার। শিরোপা জিতে তিনি জানিয়েছেন, সিটি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে তার, ‘এটা সত্যি যে এখন থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার সময়টা ঘনিয়ে এসেছে। আমি ক্লাবের সাথে এটা নিয়ে কথা বলেছিল। এই মুহূর্তে আমি আছি কারণ চুক্তি এখনো বাকি আছে। তবে আগামী মৌসুম চলার সময়ই এটা নিয়ে কথা হবে। তবে ৮-৯ বছর পর আসলে চলে যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবতেই হয়।’

দীর্ঘ সাফল্যের এই পথচলায় খানিকটা ক্লান্তি চলে এসেছে বলেই স্বীকার করলেন গার্দিওলা, ‘কিছু মুহূর্তে নিজেকে অনেক ক্লান্ত লাগে। আবার ম্যাচ ও ট্রফি জিতলে ভালোই লাগে। টানা চার শিরোপা জেতার পর এখন মনে হচ্ছে আর কি অর্জন করা সম্ভব? এই মুহূর্তে তাই আমি ‘প্রেরণা’ খুঁজে পাচ্ছি না। সবকিছু যখন আপনি পেয়ে যান তখন আসলে প্রেরণা আসে না।’

বিজ্ঞাপন

আর্সেনালের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। পরের মৌসুমে ক্লপবিহীন লিভারপুলের চেয়ে আর্সেনালই বেশি মাথাব্যাথার কারণ হবে সিটির, মানছেন গার্দিওলা, ‘আগে লিভারপুল আমাদের টক্কর দিত, এখন আর্সেনাল দেয়। আমি আর্টেটা ও আর্সেনালকে অভিনন্দন জানাতে চাই। দারুণ একটা মৌসুম কেটেছে তাদের। আগামী মৌসুমেও তারা ভালো লড়াই দেবে বলেই বিশ্বাস। তাদের সঠিক সিদ্ধান্তের কারণেই এমন হয়েছে।’

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন