বিজ্ঞাপন

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

May 20, 2024 | 12:10 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়ে র‌্যাব সদর দফতর।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) র‍্যাব হেডকোয়ার্টার থেকে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। সোমবার (২০ মে) থেকে আদেশটি কার্যকর হয়েছে।

র‌্যাব সদর দফতরের একজন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যেহেতু একটি অভিযোগ উঠেছে তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে র‍্যাবের ভৈরব ক্যাম্পে সুরাইয়া খাতুন (৫২) নামের এক নারী আসামির মৃত্যু হয়। জানা যায়, তিনি তার পুত্রবধূ রেখা আক্তার হত্যা মামলার আসামি ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। র‍্যাব হেফাজতে মৃত্যুর দু’দিনের মাথায় ওই ক্যাম্পের কমান্ডারকে বদলি করা হলো।

বিজ্ঞাপন

রেখা আক্তার হত্যা মামলার আসামি ছিলেন এই সুরাইয়া খাতুন ও তার স্বামী আজিজুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই নাজমুল হাসান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই আসামিকে নান্দাইল মডেল থানায় ডেকে নেন এসআই নাজমুল। সেখানে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু থানার সামনে আসতেই র‍্যাবের একটি দল সুরাইয়াকে আটক করে ভৈরব ক্যাম্পে নিয়ে যায়।

এরপর শুক্রবার সকালে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া খাতুনকে মৃত ঘোষণা করে।

সুরাইয়া খাতুনের স্বামী আজিজুল ইসলাম অভিযোগ করে জানান, র‍্যাবের হেফাজতে নির্যাতনে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন