বিজ্ঞাপন

মেসিকে বিশ্বকাপ জেতাতে সবই করবো: দিবালা

May 29, 2018 | 8:05 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার তরুণ তারকা পাওলো দিবালাকে তুলনা করা হয়েছিল লিওনেল মেসির সঙ্গে। দিবালা আগেও অনেকবার বলেছিলেন মেসির পাশে খেলতে মুখিয়ে থাকেন। এবার একসঙ্গে খেলবেন রাশিয়া বিশ্বকাপে। আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে মরিয়া মেসি, আর মেসিকে শিরোপা জেতাতে মাঠে যা যা করার দরকার সবই করবেন-এমনটাই জানিয়েছেন দিবালা।

জর্জ সাম্পাওলির বিশ্বকাপ দলে সুযোগ পেলেও মেসির সঙ্গে সব ম্যাচ হয়তো খেলার সুযোগ পাবেন না দিবালা, কিন্তু বার্সার প্রাণভোমরাকে কাছ থেকে প্রত্যেকদিন দেখাটাও তার কাছে বিশেষ কিছু বলে মনে করেন জুভেন্টাসের সেরা তারকা দিবালা।

আর্জেন্টাইন দৈনিক ‘কাদেনা থ্রি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা জানিয়েছেন, ‘মেসিকে কিছু অর্জন করাতে সাহায্য করতে পারার স্বপ্নটা আমদের প্রত্যেকের ভেতরেই রয়েছে। আমরা সবটুকু দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করবো। আমাদের দলে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়টি রয়েছে এবং তার স্বপ্নটাও অনেক বড়। প্রত্যেকেরই স্বপ্ন থাকে একদিন সে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’

বিজ্ঞাপন

মেসির সঙ্গে অনুশীলন করা প্রসঙ্গে জুভিদের তারকা দিবালা জানান, ‘অনুশীলনে এবং প্রতিদিন তাকে দেখতে পারাটা বিশেষ কিছু। কারণ আপনি তাকে দেখে অনেক কিছু শিখতে পারবেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াটা প্রত্যেকেরই স্বপ্ন। এটা সহজ হবে না কিন্তু আমাদের ইতিহাসের সেরা খেলোয়াড়টি রয়েছে এবং তার সেরা অর্জনের জন্য আমরা সাধ্যমতো সবই করবো।’

মেসির পজিশনে খেলায় একটা সময় একই সময় দিবালার মাঠে নামা হতো না। তবে, রাশিয়া বিশ্বকাপে দলের প্রয়োজনে যেকোন জায়গায় খেলতে প্রস্তুত তিনি, ‘আমি ফ্রন্টে যেকোন পজিশনে খেলতে প্রস্তুত। ইন্সটিটিউটো, পালেরো এমনকি জুভেন্টাসেও আমি এমনটা খেলেছি। আমি প্লে –মেকার হিসেবে ফ্রন্টের যেকোন পজিশনে খেলতে অস্বস্তি বোধ করি না।’

দিবালা আরও যোগ করেন, ‘আমি সব সময় আমার পরিবারকে শান্ত থাকতে বলি। আমি সব সময়ই কঠিন পরিস্থিতি থেকে দলে যাক পেয়েছি। একজন ফুটবল খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলা সব থেকে বড় অর্জন। সব কিছুই খুব দ্রুত ঘটছে। ২০১১ সালে আমি ইন্সটিটিউটোতে খেলেছি, এর ৬ বছর পর আমি বিশ্বের সেরা একটি ক্লাবে খেলছি। বিশ্বকাপে খেলা আমার জন্য স্বপ্ন সত্যি হবার মতো। এটা সেই সব তরুণদের জন্য উদাহরণ যারা স্বপ্ন পূরণের জন্য লড়াই করছে। আর আমি ধন্য যে আমার স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছি।’

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপে যাত্রা শুরু করবে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ২৩ সদস্যের মূল স্কোয়াড:
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান, উইলফ্রেডো কাবালেরো এবং ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাদো, ফেদ্রিকো ফ্যাজিও, নিকোলাস অটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস তাগলিয়াফিকো, হাভিয়ের মাশ্চেরানো, মার্কোস অ্যাকুনা এবং মার্কোস রোহো।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা এবং এডুয়ার্দো সালভিয়ো।
ফরোয়ার্ড: পাওলো দিবালা, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, ক্রিস্টিয়ান পাভোন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন