বিজ্ঞাপন

বিএনপির যৌথসভা বুধবার

May 21, 2024 | 5:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বুধবার (২২ মে) যৌথসভা ডেকেছে বিএনপি। সকাল ১১ টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) বিএনপির দফতর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করতে এ যৌথসভা ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় দলের সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, মুক্তিযোদ্ধাদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, ওলামাদল এবং ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক/আহ্বায়ক-সদস্য সচিবদের উপস্থতিত থাকতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। অভিযোগ আছে, সেনাবাহিনীতে নিজের বিরোধিতাকারীদের নিষ্ঠুরভাবে দমন করতেন জিয়া। ফলে অনেক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে একট্টা হন। বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া স্থানীয় সেনাকর্মকর্তাদের অন্তর্দ্বন্দ্ব মেটানোর জন্য ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রামে যান এবং সেখানে সার্কিট হাউসে থাকেন। এর পর ৩০ মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন