বিজ্ঞাপন

সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান

May 22, 2024 | 5:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সুনামগঞ্জ: দুর্ঘটনারোধে সুনামগঞ্জে ‘নো হেলমেট নো ফুয়েল’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচারণা।

বিজ্ঞাপন

বুধবার (২২ মে) দুপুরে থেকে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ’র নির্দেশে পৌর শহরের হাজীপাড়া পয়েন্ট থেকে শুরু হয় এই অভিযান, যা সারাদিন চলে।

চালকদের হেলমেট না থাকায় অভিযানের প্রথম দিন ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ছাড়া, যে জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছিল এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে একটি হেলমেটের দোকান বসানো হয়। সেই দোকান থেকে যারা হেলমেট কেনেন তাদের ছেড়ে দেওয়া হয়।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী বলেন, ‘সুনামগঞ্জে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই বেশি হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে হেলমেট পরা না থাকলে কোনো মোটরসাইকেল চালকের কাছে যেন তেল বিক্রি করা না হয় পেট্রোল পাম্পগুলোকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন