বিজ্ঞাপন

বৌদ্ধ নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

May 22, 2024 | 8:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উদেষ্টা আবদুস সালাম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া ও বিজন কান্তি সরকার।

বৌদ্ধ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দীপেন দেওয়ান, জন গোমেজ, অমলেন্দু অপু, দেবাশীষ রায় মধু, প্রার্থ প্রতিম অপু, ড. দিলীপ বড়ুয়া, প্রধান চন্দ্র চাকমা, অনিমেষ চাকমা, স্যচিংপ্রো জেরী মৈত্রী চাকমা, সুশীল বড়ুয়া, উদয় কুসুম বড়ুয়া, জিন প্রিয় ভিক্ষু, মেরুল বাড্ডা মন্দিরের ভিক্ষু জিন প্রিয়, কমলাপুর মন্দিরের ভিক্ষু প্রজ্ঞা ত্রয়া, দেবপ্রিয় ভিক্ষু প্রমুখ।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পুরো জাতি, গোটা দেশ আজ ক্রান্তিকাল পার করছে। মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র দানব সরকার কেড়ে নিয়েছে জনগণের কাছ থেকে। সেই গণতন্ত্র ফিরে পেতে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম সহজ কথা নয়। কখনও উত্থান আসবে, কখনও পতন আসবে। সবকিছুকে সামনে নিয়ে দেশকে মুক্ত করার জন্য আন্দোলন বেগবান করতে হবে, বিজয় অর্জন করতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন