বিজ্ঞাপন

রাজশাহীতে ড্রেন থেকে কঙ্কাল উদ্ধার

May 22, 2024 | 11:43 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহীতে ড্রেন থেকে গলিত মরদেহ (কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) রাত আটটার দিকে রাজশাহী নগরীর নগরপাড়া এলাকা থেকে মরদেহটি রামেক হাসপাতলের মর্গে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরপাড়া এলাকায় কয়েকজন শিশু খেলছিল। এ সময় তাদের মধ্যে থেকে একজন কঙ্কাল সদৃশ্য বস্তু দেখতে পায়। এর পর তারা বড়দের ডেকে নিয়ে আসে। পরবর্তী সময়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে কয়েক সপ্তাহ আগের। এখন আর অর্ধগলিতও না। এখন শুধু হাড়গুলো আছে, যা কঙ্কালে পরিণত হয়েছে। আর যে ড্রেনে পাওয়া গেছে সেটিও বড় ও অনেক গভীর। কিন্তু কঙ্কালটি নারী, নাকি পুরুষের তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ড কিনা সেটাও তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন