বিজ্ঞাপন

যুক্তরাজ্যে আগাম নির্বাচন ৪ জুলাই

May 23, 2024 | 3:14 am

আন্তর্জাতিক ডেস্ক

জল্পনা-কল্পনা চলছিল কয়েক মাস ধরেই। সেগুলোকে সত্য প্রমাণ করেই যুক্তরাজ্যের সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একই সঙ্গে আগামী ৪ জুলাই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগেই এই তারিখ ঘোষণা করলেন ঋষি।

বিজ্ঞাপন

বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়, বুধবার (২২ মে) যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) এ ঘোষণা দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, যুক্তরাজ্যের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সময় এখনই।

যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের অক্টোবরে ১০ ডাউনিং স্ট্রিটের দায়িত্ব নিয়েছিলেন ঋষি সুনাক। বছর দেড়েকের মধ্যেই সে দায়িত্ব ছেড়েও দিচ্ছেন তিনি। ঋষি বলেন, সংসদ ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছেন রাজা দ্বিতীয় চার্লস। ৪ জুলাই হবে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন।

পার্লামেন্ট ভেঙে দিতে রাজার অনুমতি পাওয়ার পর বুধবার ১০ ডাউনিং স্ট্রিটে ঋষি সুনাক যখন আগাম ভোটের তারিখ ঘোষণা করছিলেন, তখন বেশ বৃষ্টিও হচ্ছিল। সাংবাদিকদের কেউ কেউ এ সময় ছাতা নিয়ে, কেউ কেউ ভিজেই খবর সংগ্রহ করছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয়। সেখানে আগাম নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার এই ঘোষণায় আলবেনিয়ায় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ঋষি সুনাক কনজারভেটিভ দলের নেতা। তবে সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ব্যাক জয় পেয়েছে সংসদে বিরোধী দলে থাকা লেবার পার্টি। জাতীয় নির্বাচনেও তাদের দিকেই পাল্লা ভারী বলে বিভিন্ন জরিপের তথ্য বলছে। দলটির নেতা স্যার কিয়ার স্টারমারও আগাম জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।

ঋষি সুনাকের ঘোষণাকে স্বাগত জানিয়ে কিয়ার স্টারমার বলেন, নির্বাচন ভালোর জন্য পরিবর্তনের সুযোগ। এই নির্বাচনের জন্য দেশ অপেক্ষা করছে।

বিজ্ঞাপন

স্কটিশ ফার্স্ট মিনিস্টার এসএনপির নেতা জন সুনেও আগাম জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান। বলেন, এটাই সুযোগ কনজারভেটিভ পার্টিকে বিদায় করে স্কটল্যান্ড ফার্স্টকে সামনে আনার।

সংসদের কী হবে

যুক্তরাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার পর ভেঙে দেওয়ার আগে সংসদ কয়েকদিন মুলতবি রাখা হয়। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ঘোষণা অনুযায়ী আগামী ২৪ মে শুক্রবার সংসদ মুলতবি হবে, ভেঙে দেওয়া হবে ৩০ মে।

এর ফলে সংসদ সদস্যরা পদ হারাবেন। যারা ফের নির্বাচন করতে চান, তারা নিজ নিজ নির্বাচনি এলাকায় ফিরে গিয়ে প্রচারে নামবেন। তবে তারা সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন।

এদিকে নির্বাচনের আগ পর্যন্ত মন্ত্রীরা আগের মতোই দায়িত্ব পালন করে যাবেন। এ সময় সরকারি কর্মকাণ্ড সীমিত থাকবে। রাজনৈতিক উদ্দেশে প্রচারে কোনোভাবেই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা যাবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন