বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে জয়কে ‘অঘটন’ মানতে নারাজ আলী

May 24, 2024 | 11:02 am

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের আগে চারটি ম্যাচ খেলার কথা যুক্তরাষ্ট্রের। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্র যে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে চমক দেখাবে, সেটা হয়তো কেউই কল্পনা করেননি। হিউসটনে সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ম্যাচ জয়ের অন্যতম নায়ক যুক্তরাষ্ট্র পেসার আলী খান বলছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় অঘটন নয়। তবে বিশ্বকাপে বড় দলগুলোকে হারিয়ে অঘটন ঘটিয়ে চমকে দিতে চান তারা।

বিজ্ঞাপন

ঘরের মাটিতে নিজেদের প্রথম বিশ্বকাপে গ্রুপ ‘এ’তে পড়েছে যুক্তরাষ্ট্র। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য এক সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র। আলী বলছেন, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ জয় মোটেও অঘটন নয়, ‘এটা দারুণ ব্যাপার। অনেক সময় বড় দলের বিপক্ষে জয়কে ফ্লুক ভাবা হয়। তবে টানা দুইবার কাউকে হারানো, সিরিজ জেতা অঘটন হতে পারে না। এর মানে আমাদের প্রতিভা, স্কিল ও সামর্থ্য সবই আছে। সুযোগ পেলে আমরাও বড় দলকে হারাতে পারি।’

বাংলাদেশের মতো বিশ্বকাপেও বড় দলকে হারাতে চান আলী, ‘বিশ্বকাপে যদিও ভিন্ন ধরনের খেলা হবে। আমরা তাও অঘটন ঘটাতে প্রস্তুত। এখনই ভারত-পাকিস্তান নিয়ে ভাবছি না। আপাতত পরের ম্যাচ নিয়েই ভাবছি। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও আছে। আমরা কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করতে চাই। এটা আমাদের কাছে ভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বড়। এরপর আমরা ভারত-পাকিস্তান নিয়ে ভাববো।’

বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে এমন সিরিজ জয় দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলেই বিশ্বাস আলীর, ‘অবশ্যই বিশ্বকাপের আগে এমন সিরিজ জয় আমাদের সুবিধা দেবে। সবাই কন্ডিশন ও অন্য সবকিছুর সাথে অভ্যস্ত হতে পারবে। আমাদের কাজ এখনো শেষ হয়নি। দলের জয় এনে দিতে পেরে দারুণ খুশি। আমাদের উন্নতির আরও জায়গা রয়েছে। আমরা আরও ভালো খেলতে পারি। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমরা কি করতে পারি। সহযোগী দেশগুলোর আরও খেলার সুযোগ পাওয়া উচিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন