বিজ্ঞাপন

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

May 24, 2024 | 11:11 pm

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ২ জন আহত হয়েছেন। আহত দু’জনই বাংলাদেশি নাগরিক।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মে) রাত আটটার দিকে ঘুমধুমের ৩৪-৩৫ নাম্বার পিলারের মাঝামাঝি স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন- ঘুমধুম ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে মনির আহমেদ ওরফে সোনা মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে আবু তাহের (৩০)।

ঘুমধুম ইউনিয়নের গ্রাম পুলিশের প্রধান রঞ্জিত কুমার বলেন, ‘রাত আটটার দিকে তারা ওইপারে গিয়েছিলো সবজি নিয়ে। সেখান থেকে ফেরার পথে মাইন বিস্ফোরণ হয়। এতে দুইজনই আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মনিরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর আবু তাহের শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়েছেন।

ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলম জানান, মাইন বিস্ফোরণে দুই জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন