বিজ্ঞাপন

ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপ শুরু

May 25, 2024 | 10:15 am

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচন শেষের দিকে। আজ শনিবার (২৫ মে) লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভারতের আটটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে। এই পর্বের পর আর বাকি থাকবে মাত্র একটি পর্ব। আগামী ১ জুন সর্বশেষ পর্বের ভোটগ্রহণ হবে।

বিজ্ঞাপন

আজ ভোটগ্রহণ হচ্ছে হরিয়ানা রাজ্যের সবকটি অর্থাৎ, ১০টি আসনে। ঝাড়খণ্ড রাজ্যের ১৪টি আসনের চারটিতে, উড়িষ্যার ২১টি আসনের ছয়টিতে, উত্তরপ্রদেশের ৮০টি আসনের ১৪টিতে, বিহারের ৪০টি আসনের আটটিতে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের আটটিতে। এছাড়া দিল্লির সবকটি অর্থাৎ, সাতটি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি (এনসিটি) আসনে নির্বাচন হচ্ছে আজ। জম্মু ও কাশ্মীর: অনন্তনাগ-রাজৌরি, কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটি নির্বাচনি এলাকার মধ্যে একটিতেও আজ ভোট হচ্ছে। এর আগে খারাপ আবহাওয়ার কারণে ভোটগ্রহণ তৃতীয় পর্বে ভোটগ্রহণ সম্ভব হয়নি ওই আসনে।

ষষ্ঠ পর্বের ভোটগ্রহণের মাধ্যমে দেশটির ৫৪৩ লোকসভা আসনের মধ্যে মোট ৪৮৬টির ভোটগ্রহণ শেষ হবে। সপ্তম পর্বের জন্য বাকি থাকবে ৫৭টি আসন।

আজ যেসব আসনে ভোট হচ্ছে সর্বশেষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার কোনোটাতেই বিরোধী দল কংগ্রেস জয় পায়নি। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের অন্য দলগুলো ২০১৯ সালে এসব আসনের মাত্র পাঁচটিতে জয় পেয়েছিল। বিপরীতে, ২০১৯ সালে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোটের দলগুলো এসব আসনের ৪৫টিতেই জয় পেয়েছিল। এর মধ্যে ৪০টি আসন বিজেপি একাই বাগিয়ে নেয়।

বিজ্ঞাপন

ভোটার সংখ্যার হিসাবে এনডিএ জোট গঠনকারী দলগুলো ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৫৮ আসনে ৫১.৩৬ শতাংশ ভোট পায়। অন্যদিকে বিরোধী ব্লক ইন্ডিয়া গঠনকারী দলগুলো পায় ২৮.৬৬ শতাংশ ভোট।

এবারের নির্বাচনে এই ৫৮টি আসনে মোট ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি ৫৪ আসনে প্রার্থী দিয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। এর পরে সর্বোচ্চ ৫১ প্রার্থী বিজেপির। পশ্চিমবঙ্গভিত্তিক সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) প্রার্থী আছেন ২৭টি আসনে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৫টিতে। এর মধ্যে আজ হরিয়ানার ১০টি আসন এবং দিল্লির সাতটি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস।

ইতিহাসে সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক চর্চা হচ্ছে ভারতের এবারের এই নির্বাচন। দেশটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৯৭ কোটি- যা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সর্বোচ্চ। সাত ধাপে ৪৪ দিনে ভোটগ্রহণ চলছে।  নির্বাচনে ব্যবহার হচ্ছে ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) । ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে ৪ জুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন