বিজ্ঞাপন

যাবজ্জীবন সাজা পাওয়া আসামির মৃত্যু

May 25, 2024 | 9:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মনিরুজ্জামান ওরফে মাসুম (৪৮) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে মারা যান। গতকাল বিকেলে ওই বন্দিকে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কারাগার থেকে কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওই বন্দীকে গাজিপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকের পরামর্শে গতকাল বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকেরা হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিজ্ঞাপন

মনিরুজ্জামান ওরফে মাসুমের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর গ্রামে। বাবার নাম মজিবর রহমান। ঈশ্বরদী থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল। তার কয়েদি নম্বর-৪৬৮১ /এ।

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন