বিজ্ঞাপন

৭০০ উইকেট ও ১৪ হাজার রানে সাকিবের অনন্য রেকর্ড

May 25, 2024 | 10:29 pm

স্পোর্টস ডেস্ক

অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বহু কীর্তি গড়েছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হলও আরেকটি অনন্য রেকর্ডের পালক। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭০০ তম উইকেট পেয়েছেন সাকিব। আর এতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হলেন সাকিব।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই ছক্কা হজম করেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে অবশ্য তুলে নিয়েছেন উইকেট। আন্দ্রিয়াস গাউসের উইকেট তুলে নিয়ে টি-২০তে নিজের ১৪৬তম উইকেট শিকার করেন সাকিব।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ৭০০। টেস্টে তার উইকেট ২৩৭ টি, ওয়ানডেতে ৩১৭টি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেট পেলেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান আজকের ম্যাচের আগ পর্যন্ত ১৪ হাজার ৫১৫। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করা প্রথম ক্রিকেটার হয়ে অনন্য রেকর্ড গড়লেন সাকিব। এমনকি ৬০০ উইকেট ও ১২ হাজার রান করা প্রথম ক্রিকেটারও তিনিই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন