বিজ্ঞাপন

রাজশাহীতে ড্রেন থেকে কাটা পা উদ্ধার

May 26, 2024 | 12:03 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ড্রেনে পড়েছিল একটি কাটা। যার উরু থেকে কাটা ছিল বাম পা। রোববার (২৬ মে) সকাল ১০টার দিকে ডিঙ্গাডোবা নিমতলা মোড় থেকে পাটি উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ডিঙ্গাডোবা নিমতলা মোড় এলাকার একটি ড্রেনে পলিথিনে মোড়ানো পা দেখতে পান স্থানীয়রা। এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে ড্রেন থেকে কাটা পা-টি উদ্ধার করে। কাটা যায়গায় পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক। তিনি বলেন, স্থানীয়রা একটি কাটা পা দেখে আমাদের খবর দেয়। সেখানে ফোর্স পাঠিয়ে পা উদ্ধার করা হচ্ছে। পা-টি দেখে তাজা এবং মনে হচ্ছে গতকাল অথবা পরশু কাটা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা-টি কোনো ক্লিনিকের অপারেশন করা। তারা কেটে ডিঙ্গাডোবা এলাকায় নিয়ে ফেলে দিয়েছে। অনুসন্ধানের পর জানা যাবে এটা কার পা, কোথা থেকে এসেছে। পা উদ্ধার করে রামেকের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। এ পায়ের ময়নাতদন্ত করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন