বিজ্ঞাপন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী

May 26, 2024 | 2:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বনানীর নিজ বাসায় ফিরেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপর বাসায় ফেরেন।

বিজ্ঞাপন

তিনি এখন সুস্থ, তবে তার শারীরিক দুর্বলতা রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী তিন থেকে চার দিন বিশ্রামে থাকবেন তিনি।

রোগ থেকে মুক্তি পাওয়ায় আইনমন্ত্রী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেইসঙ্গে যারা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে গত ২২ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং রিলিজ (ছাড়পত্র) নেওয়ার আগ পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তৃতীয় বারের মতো আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পান আনিসুল হক। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন তিনি।

সারাবাংলা/কেআইএফ/এমও

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন