বিজ্ঞাপন

বরিশালে ঝড়-বৃষ্টি শুরু, নিম্নাঞ্চল প্লাবিত

May 26, 2024 | 11:11 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বরিশাল: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল নগরীর নিম্নাঞ্চলসহ গুরুত্বপূর্ণ একাধিক সড়ক প্লাবিত হয়েছে। এ কারণে পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে নগরীর অসংখ্য মানুষ। তাছাড়া নগরীর বেশ কিছু প্রধান সড়কে নদীর পানি উঠে যাওয়ায় পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে।

বিজ্ঞাপন

জেলার ১০টি উপজেলাও একই অবস্থা। সন্ধ্যা থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। নদী তীরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়া হয়েছে।

রোববার (২৬ মে) রাতে সরেজমিন দেখা যায়, নগরীর রূপতলীর জিয়ানগর, খ্রিষ্টানপাড়া, পলাশপুর, বেলতলা, মোহাম্মদপুর, রসুলপুর, দক্ষিণ রূপাতলী, ভাটিখানা, কাউনিয়া, প্যারারা রোড, সদর রোড, কেডিসি, ত্রিশ গোডাউন, দপদপিয়া, কালিজিরা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি উঠে যাওয়ায় তারা ঘরবন্দি রয়েছে। এসব এলাকার গুরুত্বপূর্ণ একাধিক সড়ক চলে গেছে পানির নিচে।

বরিশাল নগরীর রসুলপুরের বাসিন্দা সোবহান খলিফা বলেন, ‘ঝড় শুরুর আগেই নদীর পানি ঘরে উঠে গেছে।’ স্ত্রী-সন্তান নিয়ে চরম ভোগান্তি পড়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নগরীর বেলতলার বাসিন্দা আনোয়ার বলেন, ‘পানিতে বসতঘর-রাস্তাঘাট তলিয়ে গেছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় জীবন কাটানো কষ্টকর হয়ে গেছে।’

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ আরশাদ আলী বলেন, ‘কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার শূন্য দশমিক ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের সময় এ পানি আরও বাড়তে পারে।’

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশাল থেকে নৌ ও আকাশপথে যান চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল থেকে এই দুইপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।’

বরিশাল ঘূর্ণিঝড়ের সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বরিশাল বিভাগে ৩ হাজার ৯৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া, ছয় হাজার ২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও এক হাজার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন