বিজ্ঞাপন

উন্মোচিত হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

May 27, 2024 | 10:14 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাকি আর মাত্র এক সপ্তাহ। বাকি দলগুলো নিজেদের জার্সি উন্মোচিত করলেও প্রকাশ হচ্ছিল না বাংলাদেশের জার্সি। অবশেষে টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন জার্সি গায়ে অফিশিয়াল ফটোশুট করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির অফিশিয়াল পেজে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থান করা শান্ত-সাকিবদের ছবি।

বিজ্ঞাপন

বরাবরের মতো এবারও লাল সবুজ জার্সিতে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ দলের সম্ভাব্য জার্সির ছবি। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। জার্সি পরে একসাথে ছবি তুলেছেন বিশ্বকাপ স্কোয়াডের সবাই। দলের মধ্যমণি হয়ে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের জার্সি প্রায় পুরোটাই সবুজ। শুধু দুই হাতের দুই পাশজুড়ে থাকছে লাল স্ট্রাইপ। জার্সির সামনে থাকছে বড় অক্ষরে লেখা বাংলাদেশ। ডান হাতে আছে অফিশিয়াল স্পন্সর রবির লোগো।

আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এর আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন