বিজ্ঞাপন

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ

May 29, 2024 | 12:47 pm

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে। কিন্তু নির্দেশনা অমান্য করে ইসরাইল রাফায় হামলা অব্যাহত রেখেছে। এই হামলা চলতে থাকলে ইসরাইলের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা আরোপের চিন্তা-ভাবনা করছে।

বিজ্ঞাপন

আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন, ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন ইউরোপের ২৭ দেশের জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত এক সাময়িক আদেশে রাফায় ইসরাইলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেন। আদালত বলেন, ইসরাইল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি হবে। আদালতের এই রায়ের ওপর গুরুত্ব দিয়েই তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী।

ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের মার্টিন বলেন, ইসরাইলের উচিত আইসিজের নির্দেশনা মেনে রাফায় সামরিক অভিযান বন্ধ করা।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রথমবারের মতো ইইউ’র বৈঠকে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে দেখেছি।

সারাবাংলা/ইআ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন