বিজ্ঞাপন

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

May 29, 2024 | 2:40 pm

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল। বুধবার (২৯ মে) ভোরে বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরের কাছে বাসটি গভীর খাদে পড়ে যায়।

বাসিমার সহকারী কমিশনার (এসি) ইসমাইল মেঙ্গল পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেন, একটি টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। ফলে বাসটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয় এবং তারপর একটি গিরিখাদে পড়ে যায়। এসি মেঙ্গল জানান, নিহতদের মধ্যে তিন নারী ও তিন শিশু রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিল। বাসটি রাতভর তুরবত থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয়।

বিজ্ঞাপন

ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। মৃতদেহ ও আহতদের বসিমা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরও ২২ জন আহত অবস্থায় মারা যায়।

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন