বিজ্ঞাপন

আজিজ-বেনজীরকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না: মান্না

May 29, 2024 | 5:07 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।

মান্না বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। এরকম মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন, মানুষের মুক্তির দাবিতে, এই দুস্কৃতিকারীদের বিচারের দাবিতে, কেন এখন পর্যন্ত আজিজ (আজিজ আহমেদ) কিংবা বেনজীর (বেনজীর আহমেদ)-কে গ্রেফতার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’

তিনি বলেন, ‘বেশি দিন নাই। ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে, তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে যে আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’

বিজ্ঞাপন

‘রোজারি বলেছেন, আমরা খুঁজে দেখব, যাদের যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদের আমরা ফেরত পাঠিয়ে দেব। বন্ধু-বান্ধব আত্মীয় যদি সেনাবাহিনীতে বা পুলিশে থাকে তাদের খোঁজ নেবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকট। তারপরে এভাবে আমার লোকজন মানবতাবিরোধী, দুষ্কৃতিকারী অপরাধী যাদের অভিযোগ আছে’- বলেন মান্না।

তিনি বলেন, ‘এই যে একজন মানুষ মারা গেল না? কে যেন বললেন, এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না। এদের বটি বটি দেহের টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদাড়ক বিষয়। আমার দেশের মানুষ তো, ওকে আমি বলব না।’

মান্না বলেন, ‘এমপি খুব বড় বড় করে বলে। তিনবারের এমপি তিনবারই ভোট ডাকাতি করেছে। এরা ডাকাতের সর্দার। বলে খুব জনপ্রিয় মানুষ। তো এত জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন তারপরে জনপ্রিয়তা মাপা যাবে। আপনি (শেখ হাসিনা) নিজেই তো ঢাকায় এই খোকা সাহেব (সাদেক হোসেন খোকা) এর কাছে হেরেছিলেন। ভালো বলার তো কারণ নাই। এই কারণও বলি, লজ্জা নাই যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা তাই করছেন দেশ ধবংস হয়ে যাচ্ছে, মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। এখন সবাই এগিয়ে আসেন সত্যি সত্যি দেশ বাঁচারবার লড়াইয়ে, মানুষ বাঁচারবার লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় ও মাওলানা শাহ নেছারুল হক বক্তব্য দেন।’

সারাবাংলা/এজেড/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন