বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে ছাত্রলীগ

May 29, 2024 | 11:41 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত দুস্থ অসহায় মানুষের পাশে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মে) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এক হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এ সব সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং খাবার স্যালাইন।

এ সময় ত্রাণ বিতরণ কার্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতারা।

সেইসঙ্গে দেশের যেসব উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে, সেসব স্থানে একযোগে বাংলাদেশ ছাত্রলীগের এই ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমাল উপদ্রুত এলাকা সরেজমিনে পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যাচ্ছেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন