বিজ্ঞাপন

‘দারুণ সব ম্যাচ উপহার দেবে ব্রাজিল’

May 30, 2018 | 3:35 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত বিশ্বকাপের আসর বসেছিল ব্রাজিলে। ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল নেইমার-মার্সেলো-থিয়াগো সিলভারা। কিন্তু, জার্মানির কাছে সেমি ফাইনালে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয় সেলেকাওদের। নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার হার মানতে হয়, জেতা হয়নি ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।

তবে, বিশ্বকাপের পর পরই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। একের পর এক ম্যাচ জিততে থাকা দেশটি রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কাটে সবার আগে। রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবীদার এবার ব্রাজিল।

গত বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। কিন্তু, নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি জার্মানির বিপক্ষে। সেই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার। এবারো স্কোয়াডে আছেন সিলভা-নেইমার। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে আশাবাদী সিলভা জানিয়েছেন, আমি এই বিশ্বকাপে শিরোপা জেতার কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে এটা বলতে চাই, আমরা দারুণ সব ম্যাচ উপহার দেব।

বিজ্ঞাপন

পিএসজিতে নেইমার-সিলভা খেলেছেন এক সঙ্গে। পিএসজির ৩৩ বছর বয়সী তারকা ডিফেন্ডার সিলভা এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তিনি আরও জানান, আমাদের সামনে আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে। গল্পটা নতুন করে লেখার সুযোগ এসেছে। আমরা শিরোপা জয়ের প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে প্রতিশ্রুতি দিচ্ছি দারুণ কিছু ম্যাচের। যখন বিশ্বকাপ শুরু হবে, আপনারা আমাদের দারুণ ফুটবল খেলতেই দেখবেন।’

সিলভা-নেইমার একসঙ্গেই লন্ডনে অনুশীলন করছে। তারকা ডিফেন্ডার সিলভা যোগ করেন, ‘আমার মনে হয়, নেইমার পুরোপুরি ফিট নয়। তবে, বিশ্বকাপের আগেই তাকে শতভাগ ফিট পাবে ব্রাজিল। ভালো কিছু করার জন্য আমরাও প্রস্তুত। চার বছর আগের জার্মানি ম্যাচ ভুলে যান। সেবার আমরা কার্লোস দুঙ্গার অধীনে দারুণ শুরু করেছিলাম, এবার আমরা তিতের অধীনে দুর্দান্ত খেলছি। জার্মানির কাছে হার আমাদের আরও বেশি অনুপ্রেরণা দেয়। গত দুই বছরে আমরা নিজেদের আরও বেশি শানিত করেছি। প্রতিটি জেনারেশন আলাদা আলাদা স্টাইলে শিরোপা জেতে, আমরাও এবার ভিন্ন মাত্রায় শিরোপা জেতার জন্য নামবো। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।’

নিজের এই বিশ্বকাপ হতে পারে সিলভার শেষ বিশ্বকাপ। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন-এমন প্রশ্নে তিনি জানান, ‘আমার বয়স বেড়ে দাঁড়িয়েছে ৩৩, তারপরও আমি একটা শিশুর মতো অনুভব করছি। বছরের পর বছর নিজেকে তৈরি করেছি। এবার আরও বেশি অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবো। এই বিশ্বকাপে নিজের সেরাটা বিলিয়ে দিতে প্রস্তুত, কারণ এই মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময়ে আছি। পিএসজির মতো দলে হাই লেভেলে খেলছি। যতটুকু সম্ভব নিজেকে উজাড় করে দেব রাশিয়ায়।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে ৩ জুন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রোয়েশিয়া এবং ১০ জুন ভিয়েনায় আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১১ জুন রাশিয়া রওয়ানা হবে নেইমার-সিলভারা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। সুইজারল্যান্ড ছাড়াও ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন