বিজ্ঞাপন

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা: পলাতক আসামি গ্রেফতার

June 1, 2024 | 2:17 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নরসিংদী: নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হাসানকে হত্যা মামলার আসামি রাসেল মাহমুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ মে) দুপুরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় কাতার এয়ারলাইন্সের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার(১ জুন) সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যার ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রাসেল মাহমুদ হত্যার পর থেকে পলাতক ছিলেন। পলাতক অবস্থায় বাংলাদেশ থেকে কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে কাতার এয়ারলাইন্সের ইমিগ্রেশন পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২৮ মে) রাতে নিজ কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে মাহাবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামিরা। হত্যার দুইদিন পর নিহতের ভাই ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন