বিজ্ঞাপন

ফিজের জায়গায় ডাক পেলেন রাজু

May 30, 2018 | 4:28 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে ছিটকে পড়েন পেসার মোস্তাফিজুর রহমান। তাকে ছাড়াই ভারতে সিরিজ খেলতে উড়াল দেয় বাংলাদেশ। মোস্তাফিজের বদলি হিসেবে সিরিজ খেলতে ডাক পেলেন আবুল হাসান রাজু।

জাতীয় দল দেশ ছাড়ার আগেই অনুশীলনে বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ বলেছিলেন, মোস্তাফিজের পায়ের পাতায় কিছুটা ব্যথা আছে। শতভাগ ফিট নন বলে তাকে দুই দিনের বিশ্রামও দেওয়া হয়। কে জানতো, সেটাই মোস্তাফিজকে ছিটকে দেবে আফগানিস্তান সিরিজ থেকে। সেরে উঠতে আরও দুই-তিন সপ্তাহ সময় লাগবে ফিজের।

মোস্তাফিজ চোট পেয়েছিলেন আইপিএলে খেলার সময়ই। দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে মুম্বাইয়ের বাঁচা-মরার ম্যাচে বল করছিলেন মোস্তাফিজ। সে সময় একটা শট ঠেকাতে গিয়ে পায়ের পাতায় লাগে তার। শুরুতে মনে হচ্ছিল আর বলই করতে পারবেন না। তবে পরে বল করেছেন, যদিও কোনো সাফল্য পাননি।

বিজ্ঞাপন

তবে সেই চোটই গুরুতর হয়ে দেখা দেয়। দুই বছর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে ফিরে আসার পর কাঁধের চোট পেয়েছিলেন। সেটি ৬ মাসের জন্য ফিজকে ছিটকে দিয়েছিল মাঠ থেকে। এবার অবশ্য চোটটা খুব বেশিদিন ভোগানোর কথা নয়। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে ওঠার কথা ফিজের।

৩, ৫ ও ৭ মে আফগানিস্তানের সাথে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবুল হাসান রাজু এবং আবু জায়েদ রাহি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন