বিজ্ঞাপন

ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে : প্রধানমন্ত্রী

May 30, 2018 | 4:35 pm

।। সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

ঢাকা : ভারতে দুই দিনের সফরের অভিজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে বুধবার (৩০ মে) ব্রিফিংয়ে শেখ হাসিনা বলেন, ‘নিজস্ব স্যাটেলাইন উৎক্ষেপণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। উন্নত দেশ হিসেবে বাংলাদেশের আকাঙ্ক্ষার পেছনে ভারত সবসময় প্রতিবেশী দেশ হিসেবে পাশে থাকবে।’

‘এই সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও ‍দৃঢ় হয়েছে।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ভবন উভয় দেশের সংস্কৃতির প্রসারে অবদান রাখবে। কুষ্টিয়ায় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহিত্যপ্রেমী ছিলেন। কারাগারেও শেখ মুজিবুর রহমানের হাতে রবীন্দ্র রচনাবলী থাকত।’

শেখ হাসিনা বলেন, ‘আমি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের সময় তাদের সহযোগিতার কথা স্মরণ করেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সংকট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘ ২৬ মে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ডি.লিট গ্রহণ করি। আমি এটি সমগ্র বাঙালিদের নামে উৎসর্গ করেছি। আমি কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। তিনি নজরুলের নামে বিশ্ববিদ্যালয় করেছেন। আসানসোলের দুর্গাপুরে নজরুলের নামে বিমানবন্দর করেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন