বিজ্ঞাপন

২০০ রান তাড়া করার ব্যাপারে আশাবাদী রশিদ খান

June 3, 2024 | 5:28 pm

স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষের সামনে লড়াই করার পুঁজি দিয়ে দুর্দান্ত বোলিংয়েই আসবে জয়; গত এক দশকে আফগানিস্তানের সাফল্যের রহস্য ছিল এটাই। তবে বর্তমানে পাল্টে গেছে সেই পরিস্থিতি। আফগান ব্যাটারদের দাপুটে ব্যাটিংয়ে নিয়মিত বড় স্কোর করছেন তারা। বিশ্বকাপ শুরুর আগে আফগান অধিনায়ক রশিদ খান বলছেন, ২০০ রানের লক্ষ্য তাড়া করা এখন তার দলের জন্য সহজ ব্যাপার।

বিজ্ঞাপন

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাইসহ বেশ কয়েকজন আফগান ব্যাটার গত কয়েক বছর ধরেই দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে নজর কেড়েছেন। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও সাফল্য পাচ্ছেন তারা। রশিদ খান বলছেন, অতীতে ব্যাটিংটা তেমন ভালো না করলেও এবারের বিশ্বকাপে ব্যাট হাতেই চমক দেখাবে তার দল, ‘অতীতে আমরা ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারিনি। জয়ের জন্য আমাদের বোলারদের উপরেই নির্ভরতা ছিল বেশি। পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ দল থেকে আমরা তরুণ কিছু ব্যাটার পেয়েছি। জাতীয় দলের হয়ে তারা দারুণ পারফর্ম করছে। আফগানিস্তানের এই দলটা একদম তরুণ হলেও তারা সব ধরনের ক্রিকেটেই দারুণ খেলছে। ফ্র্যাঞ্চাইজি লিগেও তারা দাপটের সাথেই খেলছে।’

বিশ্বকাপে ২০০ রানের বড় স্কোর তাড়া করা কঠিন হবে না বলেই বিশ্বাস রশিদ খানের, ‘আমাদের যে ব্যাটিং লাইনআপ আছে, সেটায় ২০০ রান তাড়া করা কঠিন কঠিন কিছু না। টি-২০ ক্রিকেটে মানসিকতাটাই আসল। আপনি সঠিক মানসিকতা নিয়ে খেলতে নামলে ভালো কিছুই হবে। গত কয়েক বছরে আমরা সেটাই করছি।’

সেমিতে খেলার ব্যাপারেও আশাবাদী রশিদ খান, ‘অনেকেই আমাদের সেমিফাইনালে দেখছেন। এটা আমাদের জন্য ইতিবাচক ব্যাপার। আগে আমাদের বিশ্বকাপে সুযোগ পেতেই লড়াই করতে হতো। এখন আমাদের সেমিতেও ধরা হচ্ছে, এটা আমাদের জন্য বড় ব্যাপার। আশা করি আমরা ভালো খেলে ভালো কিছু করতে পারব।’

বিজ্ঞাপন

আগামী ৪ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে আফগানদের বিশ্বকাপ মিশন।

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন