বিজ্ঞাপন

ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছে ইন্ডিয়া ব্লক

June 4, 2024 | 12:31 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। শুরুতেই প্রায় ৩০০ আসনে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে বেলা যত গড়াচ্ছে বহু আসনে ব্যবধান কমে আসছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার সঙ্গে। ভারতের গণমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, অন্তত ২৩০ আসনে এগিয়ে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক।

বিজ্ঞাপন

ভারতের পার্লামেন্টের লোকসভার আসনসংখ্যা ৫৪৩। সরকার গড়তে ম্যাজিক নম্বর ২৭২। দুপুর পর্যন্ত এগিয়ে থাকা আসনের দিক থেকে ম্যাজিক নম্বর পার করেছে এনডিএ জোট।

ভারতের সবচেয়ে বেশি লোকসভার আসন ৮০টি উত্তর প্রদেশে। এই প্রদেশে শুরুতে এগিয়ে ছিল এনডিএ। কিন্তু ইন্ডিয়া জোট দান বদলে ফেলেছে। ভারতের স্থানীয় সময় সকাল ১১টার দিকে এক পর্যায়ে এগিয়ে থাকা আসন সংখ্যায় এনডিএকে পেছনে ফেলেছে ইন্ডিয়া ব্লক।

উত্তর প্রদেশে ইন্ডিয়া জোটের লিড এসেছে মূলত আখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সুবাদে। ৮০ আসনের উত্তর প্রদেশে এনডিও এগিয়ে আছে ৩৮টি আসনে, এর মধ্যে একা বিজেপি এগিয়ে আছে ৩৬টি আসনে। অন্যদিকে, ইন্ডিয়া ব্লক এগিয়ে আছে ৪২টি আসনে। এর মধ্যে সমাজবাদী পার্টি একাই এগিয়ে আছে ৩৪টি আসনে। বাকি আটটি আসনে এগিয়ে আছে কংগ্রেস।

বিজ্ঞাপন

এদিকে পশ্চিমবঙ্গে এগিয়ে থাকা আসনে বিজেপিকে বেশ পেছনে ফেলেছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের ২৮টিতেই এগিয়ে আছে তৃণমূল। বিজেপি এগিয়ে আছে ১২টি আসনে। বাকি একটি আসনে স্বল্প ভোটের ব্যবধানে এগিয়ে কংগ্রেস।  বিহারে এগিয়ে আছে এনডি। অন্যদিকে মহারাষ্ট্রে এগিয়ে আছে ইন্ডিয়া ব্লক।

এরা আগে গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হয় ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। আজ নির্ধারিত ভোট গণনার দিন। একযোগে ভারতজুড়ে চলছে ভোটগণনা।

বুথফেরত জরিপে এনডিএ জোটের বড় ব্যবধানে জয়ের আভাস দেওয়া হয়েছিল। ভোটের ফলাফলেও এনডিএ জোটের এগিয়ে থাকার খবর মিলছে। তবে বুথফেরত জরিপের পূর্বাভাসের চেয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক এখন পর্যন্ত বেশি আসনে এগিয়ে আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন