বিজ্ঞাপন

সেন্সর ছাড়পত্র প্রক্রিয়াধীন ‘তুফান’-এ

June 4, 2024 | 9:57 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবিটির সেন্সর শো হয়েছে মঙ্গলবার (৪ জুন)। তবে এখনও ছাড়পত্র হাতে পায়নি ছবিটি। বোর্ড জানিয়েছে, ছবিটির ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম সারাবাংলাকে বলেন, আমরা ছবিটি দেখেছি। আজকে কোনো সার্টিফিকেট ইস্যু করেননি। আগামীকাল চেয়ারম্যান স্যারের কাছে বিষয়টি উত্থাপন করবো। উনি সার্টিফিকেট পাচ্ছে বলতে পারি না। বলতে পারেন, ছবিটির ছাড়পত্র প্রক্রিয়াধীন রয়েছে।

তাহলে ছবিটি কি বিনা কর্তনে ছাড়পত্র পাচ্ছে? ‘বিনা কর্তনে বা কর্তনসাপেক্ষে পাচ্ছে তা এখনই অফিসিয়ালি আমরা বলতে পারবো না,’─বলেন ভাইস চেয়ারম্যান। তবে বোর্ডের একটি সূত্র সারাবাংলাকে জানিয়েছে, ‘তুফান’ বিনা কর্তনে ছাড়পত্র পাচ্ছে।

‘তুফান’-এর প্রধান চরিত্রে আছেন শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করছে আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ। ছবিটিতে শাকিব-মিমি ছাড়া আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিশা সওদাগর। এটি ঈদুল আযহায় মুক্তি পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন