বিজ্ঞাপন

সিগারেটসহ তামাক পণ্যের দাম বাড়ছে

June 6, 2024 | 4:11 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাজেটের প্রভাবে বিড়ি, সিগারেট ও জর্দার দাম বাড়ছে। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। সিগারেটের নিম্নস্তরের দশ শলাকার মূল্যস্তর ৫০ টাকা ও তদুর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া মধ্যমস্তরের দশ শলাকার মূল্যস্তর ৭০ টাকা ও তদুর্ধ্ব, উচ্চস্তরের দশ শলাকার মূল্যস্তর ১২০ টাকা ও তদুর্ধ্ব, অতি-উচ্চস্তরের দশ শলাকার মূল্যস্তর ১৬০ টাকা ও তদুর্ধ্ব এবং এই তিনটি স্তরের সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগের বছরের ন্যায় হাতে তৈরি (ফিল্টার বিযুক্ত) বিড়ির পঁচিশ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৮ টাকা, বারো শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯ টাকা ও আট শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি। হাতে তৈরি (ফিল্টার সংযুক্ত) বিড়ির বিশ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৯ টাকা ও ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১০ টাকা এবং সম্পূরক শুল্ক ৪০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করছি।’

তিনি আরও বলেন, ‘প্রতি দশ গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য ৪৮ টাকা এবং প্রতি দশ গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’

এদিকে, সিগারেট/বিড়ি পেপার’র স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়ছে বিড়ির দাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন