বিজ্ঞাপন

স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম স্থির থাকবে

June 6, 2024 | 4:35 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের উৎপাদন স্থানীয়ভাবে উৎসাহিত করতে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দামে বাজেটের কোনো প্রভাব পড়বে না। এসব পণ্যের দাম স্থির থাকবে। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, ‘নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনে ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন