বিজ্ঞাপন

এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

June 6, 2024 | 4:59 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে সবধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব দেন।

এ দিন বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ‘সংসদ সদস্যরা গাড়ি আমদানিতে সবধরনের শুল্ক-কর অব্যাহতি বিদ্যমান রয়েছে। সবস্তরে কর অব্যাহতির সংস্কৃতি হতে বের হয়ে আসার জন্য সবাইকে রাজস্ব দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উজ্জল দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে সংসদ সদস্যদের সবধরনের শুল্ক-কর পরিশোধ ছাড়া গাড়ি আমদানির প্রাধিকার কিছুটা পরিবর্তন করলে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন হবে। এ উদ্দেশ্যে সংসদ সদস্য কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতির সুবিধা-সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন