বিজ্ঞাপন

বিনিয়োগকারীর মূলধনী মুনাফা ৫০ লাখ ছাড়ালে দিতে হবে কর

June 6, 2024 | 6:27 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই ১৫ শতাংশ হারে কর দিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উত্থাপিত আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব দেন। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মূলধনী মুনাফার ওপর ৫ শতাংশ হারে কর দিতে হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন