বিজ্ঞাপন

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা

June 6, 2024 | 6:42 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে নতুন অর্থবছরে স্বাস্থ্য খাতে ৪১ হাজার ৪০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, গত অর্থবছরে যা ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা। অর্থাৎ এ বছর বাজেটে স্বাস্থ্যের বরাদ্দ বাড়ছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।

বিজ্ঞাপন

২০২৪-২৪ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা প্রস্তাবনা উঠে এসেছে। এর মাঝে মেডিকেল যন্ত্রপাতির আমদানির ওপর শুল্ক যেমন বাড়ানো হয়েছে, তেমনি এই বাজেটে কমছে অ্যাম্বুলেন্সের দাম।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, ‘পূর্বের মতোই এ বছরও স্বাস্থ্যখাতে গুরুত্ব আরোপ করা হয়েছে। সে অনুযায়ী নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ওষুধ, চিকিৎসা সরবরাহ এবং স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিদ্যমান রেয়াত সুবিধা অব্যাহত রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘সর্বজনীন স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করা সরকারের মূলনীতি। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এসডিজি লক্ষ্য অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার।’

গত দেড় দশকে স্বাস্থ্য খাতের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উল্লেখ করে আবুল হাসান মাহমুদ আলী জানান, মাতৃমৃত্যুর হার ২০০৭ সালে ছিল প্রতি লাখে ৩৫১ যা বর্তমানে হ্রাস পেয়ে ১৩৬ হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ২০০৭ সালে ছিল প্রতি হাজারে ৬০, যা বর্তমানে হ্রাস পেয়ে ৩৩-এ নেমে এসেছে।

তিনি বলেন, ‘প্রত্যাশিত আয়ুষ্কাল ২০০৭ সালে ছিল ৬৬.৬ যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৭২.৩ এ উন্নীত হয়েছে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’

বিজ্ঞাপন

এক বছর বয়সের নিচের শিশুর পূর্ণ টিকা প্রাপ্তির হার ৭৫ শতাংশ থেকে ৯৪ শতাংশে উন্নীত হয়েছে—উল্লেখ করেন অর্থমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘স্বাস্থ্য খাতের অর্জন জোরদার করতে গত বছরে সাড়ে দশ হাজার চিকিৎসক, ১৫ হাজার নার্স, ১ হাজার মিডওয়াইফ ও ৬৫০ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হয়েছে। আরো ১০ হাজার নার্স নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

বাজেট বক্তব্যে কমিউনিটি ক্লিনিকের অবদানও তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য সেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করেন। এ সকল কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এবং ২৭ ধরনের ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় কোভিড-১৯ অতিমারির সময় থেকে সরকার বিশেষ বরাদ্দ দিচ্ছে। আগামী অর্থবছরের জন্য এ বিশেষ বরাদ্দ দুই হাজার কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে উৎপাদিত ওষুধ স্থানীয় চাহিদার ৯৮ শতাংশ পূরণ করছে। এরপর ইউরোপ, আমেরিকাসহ দেড় শতাধিক দেশে রফতানি করছে বাংলাদেশ। ২০২৩ সালে দেশ হতে ৯ হাজার ৮৮০ কোটি টাকার ওষুধ রফতানির অনুমোদন দেয়া হয়েছে। সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলের জন্য আগামী অর্থবছরে একশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।’

বাজেট বক্তৃতায় আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘চিকিৎসা শিক্ষার জন্য মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে। সুবিধা বৃদ্ধি করা হয়েছে। মা ও শিশু স্বাস্থ্যের অগ্রগতি ধরে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বিশেষায়িত স্বাস্থ্যসেবার গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা ডিজিটালাইজড করতে কাজ শুরু করেছে সরকার।’

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। দেশের ৫৪তম এই বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাজেটের ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। মূল্যস্ফীতির গড় হার ৬ দশমিক ৫ শতাংশে সীমিত রাখার লক্ষ্য নিয়েছে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।

সারাবাংলা/এসবি/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন