বিজ্ঞাপন

সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ১১ শতাংশ

June 6, 2024 | 6:46 pm

সারাবাংলা ডেস্ক

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন আবুল হাসান মাহমুদ আলী। সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার এই বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’। এবারের বাজেটে গত অর্থ বছরের তুলনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ১১ শতাংশ।

বিজ্ঞাপন

২০২৪-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৭৮ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৪৫৪ কোটি ৫৪ লাখ এবং উন্নয়ন ব্যয় ৩২৪ কোটি ৩২ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৬৯৮ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ছিল ৪৩৭ কোটি এবং উন্নয়ন ব্যয় ২৬২ কোটি টাকা। তবে গেল অর্থ বছরের সংশোধিত বাজেট ৭৬৪ কোটি ১৬ লাখ ৫৬ হাজার টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ৪১৬ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ৩৪৮ কোটি ৪ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দকৃত টাকা দ্বারা মন্ত্রণালয়টি যেসকল উল্লেখযোগ্য কার্যাবলি, প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করবে তা হলো:

• একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন ও ‘একুশে বইমেলা ২০২৫’ আয়োজন এবং ‘একুশে পদক ২০১৫’ প্রদান
• ১ বৈশাখ ‘বাংলা নববর্ষ’ হিসাবে উদযাপন এবং ঋতুভিত্তিক উৎসব যথাঃ নবান্ন, পৌষালি, পিঠা উৎসব ও বসন্ত উৎসব ইত্যাদি উদযাপন
• অস্বচ্ছল শিল্পী সাহিত্যিকদের ভাতা প্রদান এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান/নাট্য প্রতিষ্ঠান, বেসরকারি পাঠাগারসমূহকে অনুদান প্রদান
• বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক/বিশেষজ্ঞ দল বিনিময়
• সৃজনশীল সাংস্কৃতিক কর্মের কপিরাইট সংরক্ষণ
• ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে উদযাপন
• মুক্তিযুদ্ধের আদর্শে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতিমনষ্ক গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি চর্চা কার্যক্রম পরিচালনা
• জাতীয় জাদুঘরে সাংস্কৃতিক ঐতিহ্য, নৃতত্ত্ব সমকালীন শিল্পকলা ইত্যাদির নিদর্শন সংগ্রহ, প্রদর্শন ও গ্যালারী আধুনিকায়ন
• ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি’ প্রকল্প
• ‘জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ’ প্রকল্প
• ঐতিহাসিক রোজ গার্ডেন-এর প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণ এবং ঢাকা মহানগর জাদুঘর স্থাপন
• বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবনসহ অন্যান্য ভৌত অবকাঠামো নির্মণ ও সংস্কার
• ‘গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ’ প্রকল্প
• রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প, মিঠামইন, কিশোরগঞ্জ, কেন্দ্র নির্মাণ প্রকল্প
• ‘শেখ লুৎফর রহমান গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র নির্মাণ’ প্রকল্প
• বাংলা একাডেমি গ্রন্থাগার আধুনিকীকরণ: অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন, অটোমেশন ও ডিজিটাইজেশন; এবং
• ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙ্গামাটির অফিস কাম মাল্টি ফাংশনাল ভবন নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্প।

বিজ্ঞাপন

এর আগে ২০২২-২৩ অর্থ বছরে বাজেটে মন্ত্রণালয়টির জন্য বরাদ্দ ছিল ৬৩৭ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৬৬২ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে বরাদ্দ ছিল ৫৫৬ কোটি টাকা। পরিচালন বাবদ ২০২২-২৩ অর্থ বছরের সংশোধিত বাজেটে খরচ হয়েছে ৩৬৭ কোটি টাকা। উন্নয়ন ব্যয় হয়েছে ২৯৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরের মূল বাজেটে পরিচালন বরাদ্দ ছিল ৩৯০ কোটি টাকা এবং উন্নয়ন বরাদ্দ ছিল ২৪৭ কোটি টাকা। আর ২০২১-২২ অর্থ পরিচালন ব্যয় ছিল ৩৪৮ কোটি টাকা এবং উন্নয় ব্যয় ছিল ২০৮ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলওয়াতের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আহ্বান জানান বাজেট উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য।

অর্থমন্ত্রী এ সময় স্পিকারের অনুমতি নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বক্তৃতা পাঠ করতে শুরু করেন। তবে বাজেট বক্তৃতা আকারে অনেক বড় হওয়ায় মন্ত্রী এর একটি সারসংক্ষেপ পাঠ করেন। বাজেট বক্তৃতার বাকি অংশ পঠিত বলে গণ্য হবে।

বিজ্ঞাপন

বাজেট বক্তৃতার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অর্থমন্ত্রী। পাশাপাশি পঁচাত্তরের ১৫ আগস্ট শহিদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্য, জাতীয় চার নেতা ও একাত্তরে শহিদ ৩০ লাখ বাঙালির প্রতিও তিনি শ্রদ্ধা জানান।

সারাবাংলা/এজেডএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন