বিজ্ঞাপন

‘পাকিস্তানের বিপক্ষে জয় যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য বড় দিন’

June 7, 2024 | 2:29 pm

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে কানাডাকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছিলেন তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে এবারের টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটাল যুক্তরাষ্ট্র। সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেছে স্বাগতিকরা। অবিশ্বাস্য এই জয়ের পর যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাক প্যাটেল বলেছেন, পাকিস্তানের মতো দলের বিপক্ষে জয় যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য বড় দিন।

বিজ্ঞাপন

ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রে এবার আয়োজন করা হচ্ছে বিশ্বকাপের। প্রথম ম্যাচে জয়ের পর সেই উন্মাদনা বেড়েছে কয়েকগুণ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মতো টেস্ট খেলুড়ে দেশকে হারিয়ে দেওয়া দেশের ক্রিকেটের জন্য বড় পাওয়া বলেই মানছেন প্যাটেল, ‘পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখাতেই এমন জয় পাওয়ায় আমরা দারুণ খুশি। অবিশ্বাস্য পারফর্ম করেছে দলের সবাই। এটা যুক্তরাষ্ট্র ও এই দেশের ক্রিকেটের জন্য বড় দিন। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে এখানকার ক্রিকেটের। স্বাগতিক দেশ হিসেবে এমন জয় যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে অনেক সাহায্য করবে।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা নির্ধারিত সময়ের মাঝেই জয়ের লক্ষ্য ছিল, জানালেন প্যাটেল, ‘আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম, আমার ম্যাচে ফিরেছি। আমি ভেবেছিলাম ২০ ওভারের মাঝেই জিতে যাব। তবে সুপার ওভারে স্নায়ুচাপ ধরে রেখে আমরা জয় তুলে নিয়েছি। ১৮ রান করাতেই আমরা অনেকটা এগিয়ে গিয়েছি।’

বিশ্বকাপের আগে বাংলাদেশকে হারিয়ে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। মূল পর্বেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। আর একটি ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের সুপার এইটে খেলা। প্যাটেল বলছেন, এত দূরের কথা না ভেবে পরের ম্যাচ নিয়েই ভাবতে চান তারা, ‘আমরা নিজেদের সামর্থ্য জানি, সেই হিসেবেই খেলছি। আমরা খুব বেশি উচ্ছ্বসিত হতে চাই না। পরের ম্যাচে ভারতের বিপক্ষে লড়ার প্রস্তুতি নিচ্ছি। সুপার এইট এখন অনেক দূরের ব্যাপার। আমরা প্রতি ম্যাচের হিসেবেই আগাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন