বিজ্ঞাপন

৩৯ রানে অলআউট হয়ে উগান্ডার লজ্জার রেকর্ড

June 9, 2024 | 9:18 am

স্পোর্টস ডেস্ক

উগান্ডার সামনে চ্যালেঞ্জ ছিল দারুণ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে চমকে দেওয়ার। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব বেশি লড়াই জমাতে পারেনি তারা। ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ৩৯ রানেই গুটিয়ে গেছে উগান্ডা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি যৌথভাবে সর্বনিম্ন স্কোর। ১৩৪ রানের বিশাল জয়ে টানা দ্বিতীয় জয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

উগান্ডার সামনে লক্ষ্যটা ছিল ১৭৪। তবে সেই টার্গেটকে চ্যালেঞ্জ করা তো দূরে থাক, উগান্ডার ব্যাটিং লাইনআপ মাথা তুলেই দাঁড়াতে পারেনি পুরো ম্যাচজুড়ে। উগান্ডাকে ধসিয়ে দেওয়ার মূল নায়ক স্পিনার আকিল। একাই পাঁচ উইকেট নিয়ে ম্যাচ বাগিয়ে নিয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় বলেই মুকাসাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আকিল। সেই শুরু, এরপর একে একে পাঁচটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক তিনিই। প্রথম ওয়েস্ট ইন্ডিজ স্পিনার হিসেবে টি-২০ বিশ্বকাপে পাঁচ উইকেট নিয়েছেন আকিল।

৪ ওভার বল করে ১১ রানে পাঁচ উইকেট নিয়েছেন আকিল। উগান্ডার ইনিংসের মাত্র একজন ব্যাটার ছুঁয়েছেন দুই অংক। ২৫ রানে ৮ উইকেট হারিয়ে তখন বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ড অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের। এক জুমা মিয়াগি শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিলেন লজ্জার রেকর্ড এড়াতে। তার ১৩ রানেও অবশ্য লজ্জা এড়াতে পারেনি উগান্ডা। ৩৯ রানে অলআউট হয়ে নেদারল্যান্ডসের সাথে যৌথভাবে টি-২০ বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে তারা। ১২ ওভারের মাঝেই তাদের গুটিয়ে দিয়ে ১৩৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ৪ ওভারে ৪০ রান উঠিয়ে ঝড়ো সূচনা করেন কিং-চার্লস জুটি। ৫ম ওভারে গিয়ে রাজমানির বলে ১৩ রান করা কিং ফিরলে ভাঙে জুটি। এরপর নিকোলাস পুরানকে সাথে নিয়ে আরেকটি বড় জুটির আভাস দিয়েছিলেন চার্লস। তবে সেটা খুব বেশিদূর এগোয়নি, পুরান ফেরেন ৭৬ রানের মাথায়, করেছেন ২২ রান।

বিজ্ঞাপন

এরপর দ্রুত তিনটি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৪৪ রানে প্যাভিলিয়নে ফেরেন চার্লস। তার ফেরার পর রানের গতিও কমে যায়। একটা সময় মনে হচ্ছিল ১৫০ পেরোবে না ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

তখন দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন আন্দ্রে রাসেল। শেষ দুই ওভারে তার দুর্দান্ত ব্যাটিংয়েি ১৭০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৬টি চারে  মাত্র ১৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন রাসেল। তার ক্যামিওতেই শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডার হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার মাসাবা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন