বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে পিচ নিয়ে শঙ্কায় রোহিত

June 9, 2024 | 11:51 am

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে থেকেই আলোচনায় ছিল নিউইয়র্কের ড্রপ ইন পিচ। মাত্র পাঁচ মাসে তৈরি হওয়া এই পিচ ঠিক কেমন আচরণ করে, সেটা নিয়েই ছিল কৌতূহল। বিশ্বকাপ শুরুর পর থেকে অবশ্য এই পিচ নিয়ে শুধু বিতর্কই চলছে। এই উইকেটেই আজ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলছেন, পিচ কেমন আচরণ করবে সেটা পিচ কিউরেটরও জানেন না!

বিজ্ঞাপন

নিউইয়র্কে পিচে এখন পর্যন্ত সবগুলো ম্যাচেই ভুগতে দেখা গেছে ব্যাটারদের। এই পিচকে ‘বিপদজনক’, ‘খেলার অনুপযুক্ত’ , ‘মানহীন’ ইত্যাদি বলে কটাক্ষ করেছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। সবশেষ গত রাতে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচেও ব্যাটারদের রানের জন্য হা হুতাশ করতে হয়েছে। ডাচদের দেওয়া ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকে ধুঁকেই জিতেছে প্রোটিয়ারা।

নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্কেই খেলেছিল ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর পিচ নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন রোহিত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সেই শঙ্কাই নতুন করে জানান দিলেন তিনি, ‘আমরা এই পিচে কয়েকটি ম্যাচ খেলেছি সত্যি, কিন্তু পিচ নিয়ে আসলে নিশ্চিত নই। এমনকি এই পিচের কিউরেটরও জানেন না পিচ কেমন আচরণ করবে! তবে পিচ যেমনই হোক, সেটা দুই দলের জন্যই সমান হবে। তাই এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই।’

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষে তাই পাকিস্তানের বাঁচা মরার লড়াই। সতর্ক রোহিত অবশ্য মানছেন, ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে পাকিস্তানের, ‘এই ফরম্যাটে যেকোনো কিছুই হতে পারে। গতবারও তারা জিম্বাবুয়ের কাছে গ্রুপ পর্বে হেরে ফাইনালে উঠেছিল। আমরা নিজেদের সেরাটা দিতে চাই। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।’

বিজ্ঞাপন

আজ রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচে শেষ হাসি হাসবে কে, সেই অপেক্ষায় আছেন দুই দেশের সমর্থকরা।

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন