বিজ্ঞাপন

হারের জন্য অতিরিক্ত চাপকেই দুষলেন বাবর

June 10, 2024 | 9:58 am

স্পোর্টস ডেস্ক

লক্ষ্য ছিল মাত্র ১২০। দুর্দান্ত বোলিংয়ে ভারতকে অল্প রানে বেঁধে ফেলে দুর্দান্ত এক জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ে এই লক্ষ্য ছুঁতে পারেনি বাবর আজমের দল। জাসপ্রতি বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ভারত। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর বলছেন, অতিরিক্ত চাপের কারণেই রান তাড়াটা ঠিকঠাকভাবে করতে পারেনি তার দল।

বিজ্ঞাপন

নাসিম-রউফদের দুর্দান্ত পেসে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটিং লাইনআপ। পুরো ২০ ওভারও খেলতে পারেনি রোহিতের দল। ১১৯ রানে থামা ভারতের হারই তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। রান তাড়া করতে নেমে ইনিংসের অর্ধেক সময় পর্যন্তও মনে হচ্ছিল পাকিস্তান সহজেই জিতে যাবে। তবে ২৫ রানে ৫ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় সবকিছু। বুমরাহ-পান্ডিয়াদের দুর্দান্ত বোলিং ও পাকিস্তান ব্যাটারদের ব্যর্থতায় ১১৩ রানেই থাকে ইনিংস।

বাবর জানিয়েছেন, ডট বলের কারণে তৈরি হওয়া চাপ সামাল দিতে পারেননি তারা, ‘আমরা ১২০ রান তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে ভালোই খেলেছি। কিন্তু এরপর ভারত ভালো বোলিং করেছে। আমরা দ্রুত উইকেট হারিয়েছি, প্রচুর ডট বলও হয়েছে। স্বাভাবিকভাবে খেলে ওভারে ৫-৬ রান নেওয়া লক্ষ্য ছিল। সেটা আমরা করতে পারিনি। এতেই চাপে পড়ে যায় দল। সেখান থেকে আর বের হতে পারিনি।’

নিউইয়র্কের পিচ নিয়ে ম্যাচের আগে থেকে ছিল নানা প্রশ্ন। কিছুটা ধীরগতির হলেও পিচ নিয়ে অজুহাত দিতে নারাজ বাবর, ‘টেলএন্ডারদের থেকে তো আমরা খুব বেশি আশা করতে পারি না। পাওয়ারপ্লেতে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমরা সেই টার্গেট কাজে লাগাতে পারিনি। পিচ ভালোই ছিল। কিছুটা ধীরগতির ছিল, কিছু বল বেশি বাউন্স করেছে। তবে ড্রপ ইন পিচে এরকম আপনাকে মানতেই হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন