বিজ্ঞাপন

মণিপুরের মুখ্যমন্ত্রীর বহরে হামলা

June 10, 2024 | 4:56 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) সকালে সহিংসতা-কবলিত জিরিবাম জেলায় একটি আগাম নিরাপত্তা দলের উপর সন্দেহভাজন বিদ্রোহীরা অতর্কিত হামলা চালায়।

বিজ্ঞাপন

ভারতের সংবাদমাধ্যমে বলা হয়, ইমফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে মুখ্যমন্ত্রীর গাড়িবহরের অগ্রবর্তী একটি বহরে আচমকা হামলা চলে। কনভয় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। কোটলেন গ্রামের কাছে দুপুর পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে। হামলায় অন্তত দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

এই অঞ্চলে ব্যাপক সহিংসতার পটভূমিতে অতর্কিত হামলার এই ঘটনাটি ঘটল। মণিপুরে সর্বশেষ সহিংসতার ঢেউ শুরু হয়েছে গত ৬ জুন থেকে। ওইদিন মেইতি সম্প্রদায়ের ৫৯ বছর বয়সী কৃষক সোইবাম শরৎকুমার সিংয়ের মৃতদেহ পাওয়া যায়। তিনি কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। তার মৃতদেহ পাওয়ার পর মেইতি সম্প্রদায়ের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন