বিজ্ঞাপন

আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল: হৃদয়

June 11, 2024 | 7:39 am

স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে তার তিন বলে তিন ছক্কায় ঘুরে গিয়েছিল ম্যাচের মোড়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়া করতে নেমেও অন্যতম ভরসা ছিলেন তাওহিদ হৃদয়। আশা জাগালেও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে আনতে পারেননি তিনি। ৪ রানের হতাশায় ম্যাচ হারের বেদনা নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে হৃদয় বলছেন, সুপার এইট নয়, সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো যোগ্যতা রাখে এই বাংলাদেশ দল।

বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন হৃদয়। এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলার বড় সুযোগ আছে বাংলাদেশের সামনে। হৃদয় অবশ্য জানালেন, ফাইনাল খেলার সম্ভবনার কথাই ভাবছেন তিনি, ‘আমার মনে হয় সুপার এইট নয়, আমরা সেমিফাইনাল-ফাইনাল খেলার মতো দল। এটা আমার বিশ্বাস। দল এরকম পর্যায়ে যাবে এই বিশ্বাস আছে।’

শ্রীলংকার বিপক্ষে জিতলেও খুব একটা সুবিধা করতে পারেননি ব্যাটাররা। হৃদয়ের বিশ্বাস, ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা, ‘প্রত্যেক ম্যাচেই কেউ না কেউ রান করছেন। এই ফরম্যাটে আসলে সবাই একসাথে রান পাবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আশা করি সামনের ম্যাচগুলোতে রান পাবেন বাকিরা। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো।’

মাত্র ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষ না করে আসায় অন্য ব্যাটারদের নয়, নিজেকেই কাঠগড়ায় দাড় করালেন হৃদয়, ‘আমার আউটেই দল ম্যাচটা হেরে গেছে। খেলা শেষ করে আসা উচিত ছিল। আগের ম্যাচেও আমি শেষ পর্যন্ত ছিলাম। কখনোই ভাবিনি এই ম্যাচ হারতে হবে। খেলা শেষ করে আসতে পারলে ভিন্ন দৃশ্য হতো। এখান থেকেও অনেক কিছু শেখার আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন